রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহণ দপ্তরের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার । উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ নিয়োগ প্রদান করেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজই তিনি দায়িত্বে যোগদান করেন।
দায়িত্বে গ্রহণকালে পরিবহণ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। যোগদানের পর তিনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রসঙ্গত, অধ্যাপক আব্দুর রাজ্জাক সরকার রাবির পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ২০০১ ও ২০০২ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১১ সালে তিনি জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৪ সালে রাবির পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৭ সালে তিনি সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তাঁর বেশকিছু গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
আপনার মতামত লিখুন :