রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে গতকাল বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের পর পদত্যাগ করেছেন দুই উপ-উপাচার্য।
গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর পদত্যাগ করেন। গতকাল শুক্রবার বিকেলে উপ-উপাচার্যদ্বয় তাঁদের নিজ নিজ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৯টার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
একইভাবে ব্যক্তিগত কারণ দেখিয়ে রাত ৮টায় আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন আরেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং সিনেট ও সিন্ডিকেট সদস্যদের পদত্যাগ দাবি করেছিলেন রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা এখনো পদত্যাগ করেননি। তবে আগামী রোববার ১৭টি আবাসিক হলের ১৬ জন প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা পদত্যাগ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।
আরবি/ এইচএম
আপনার মতামত লিখুন :