ঢাকা কলেজস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুবেল হোসেন এবং সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের মো. ইব্রাহিম হোসাইন সবুজ।
শুক্রবার (৬ ডিসেম্বর) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মেহেদি রিপন, সহসভাপতি- খালিদুর রহমান খালিদ, মাহমুদুল হাসান শোভান, আল-আমিন, আহনাফ আবিদ নিষাদ ও তুষার হোসেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- আরাফাত মাহিম, যুগ্মসাধারণ সম্পাদক- ফাহিম মাহমুদ, হাসিবুল হাসান, শাহরিয়ার চৌধুরী রাতুল, সৈদয় ইমন আলী, সম্রাট হোসেন, রাহাত মাহমুদ লিমন, মো. ফয়সাল আহমেদ। সহসাধারণ সম্পাদক- মো: হাবিবুল্লাহ, মো. শাহরিয়ার আলিফ ও সাকিবুল হাসান।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক- তৌহিদুল ইসলাম সাগর, সহসাংগঠনিক সম্পাদক- মো: ওবায়দুল্লাহ, মো. মিকাইল হোসেন, মো. সাকিবুল ইসলাম, মো. তানবির হোসেন জিসান ও মুসফিকুর রহমান নয়ন।
দপ্তর সম্পাদক- এস.এম আবু নাঈম, প্রচার সম্পাদক- ওয়ালিদ হাসান, অর্থ সম্পাদক- আশিকুল ইসলাম, পরিবেশ ও জলবায়ু সম্পাদক- সুজাহিদুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক- রিপন হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- লিখন হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- বাপ্পি রহমান, সাংস্কৃতি সম্পাদক- আসিকুজ্জামান বাপ্পি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অভিজিৎ কুন্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক রনি হোসাইন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জুয়েল রানা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আতিকুর জামান আকাশ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ সজল, উপবৃত্তি বিষয়ক সম্পাদক ফেরদাউস রহমান, কার্যকরী সদস্য আলভী রেজা শুভ এবং সদস্য রিয়াদ হোসেন।
উপদেষ্টারা হলেন, মোজাফফর হোসেন শাওন, রাজু হাসান, রেজা রহমান ভুট্টো, ইসলামুল হক চঞ্চল, ইনজামাম হক, মো. রোকন উদ্দিন, এফ এ শাহেদ, শরীফ হোসাইন মিন্টু ও ইমরান ফরহাদ।
উপদেষ্টা মণ্ডলীর, ইসলামুল হক চঞ্চল নতুন কমিটি উদ্দেশ্যে বলেন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে কাজ করবে। অত্র পরিষদের ছাত্রকল্যাণমূলক কার্যক্রম ঢাকা কলেজে অধ্যায়নরত যশোরের ছাত্রদের মধ্যে পরিব্যাপ্ত থাকবে। এই সমিতি ছাত্রকল্যাণমূলক কাজে ঢাকা কলেজ ও দেশের অন্যান্য স্থানে অবস্থিত ছাত্রকল্যাণমূলক সংগঠনের সঙ্গে মত বিনিময় ও সহযোগিতা করবে। একইসাথে, এটি শিল্প সাহিত্যের উন্নয়ন ও শিক্ষা সংস্কৃতি বিকাশের জন্য কার্যক্রম গ্রহণ করবে। ঢাকায় বসবাসরত যশোর জেলার বিভিন্ন পেশার মানুষের মধ্যে সামাজিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ার কাজ করবে।
জেলা সমিতির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সভাপতি মো. রুবেল হোসেন বলেন, যশোর জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে সবসময় জেলা সমিতি ছিল। সেই ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করব। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক সুস্থতার জন্য বিভিন্ন টুর্নামেন্ট খেলার আয়োজন করব। আমি আশা রাখি এই কার্যক্রম গুলো শিক্ষার্থীদের কল্যাণ বয়ে আনবে।
আপনার মতামত লিখুন :