জবি: ডুয়েট ডিবেটিং সোসাইটি আয়োজিত আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ৩-২ ব্যালটে রানার আপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
শনিবার (১৬ নভেম্বর) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( ডুয়েট), গাজীপুর এর শহীদ আহসানউল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ডুয়েট ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত “বিপ্লবী বাংলা ২.০ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’ ২৪” এর চূড়ান্ত পর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে মুখোমুখী হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে ৩-২ ব্যালটে রানার আপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এর আগে টুর্নামেন্টের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে পরাজিত করে ফাইনালে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. মো: জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি দলের সদস্যরা হলেন- মেহেদী হাসান, মইন খান ও মাঈন আল মুবাশ্বির।
আপনার মতামত লিখুন :