ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

নবীন শিক্ষার্থীদের নিয়ে রাবি ছাত্রশিবিরের শিক্ষাসফর

রাবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৬:২৭ পিএম

নবীন শিক্ষার্থীদের নিয়ে রাবি ছাত্রশিবিরের শিক্ষাসফর

ছবি : রূপালী বাংলাদেশ

পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) নিয়ে শিক্ষা সফরের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামি ছাত্রশিবির। শনিবার (২৩ নভেম্বর) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই সফর শুরু করা হয়।

ছাত্রশিবির সূত্রে জানা যায়, এই শিক্ষা সফরের স্থান হিসেবে ছিল পাহাড়পুর বৌদ্ধ বিহার ও কুসুম্বা মসজিদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এসব শিক্ষার্থীদের নিয়ে ১০টি বাসে করে সকাল আটটায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় নেতাকর্মীরা।

শিক্ষা সফরে অংশ নিয়ে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের নবীন শিক্ষার্থী মোহাম্মদ রুহুল আমিন জানান, এই প্রথম শিবিরের আয়োজনে শিক্ষা সফরে যাচ্ছি। স্কুল-কলেজের শিক্ষা সফর থেকে সম্পূর্ণ ব্যাতিক্রম অভিজ্ঞতা অর্জন করেছি। যা আমাদের অ্যাকাডেমিক জীবনকে সমৃদ্ধ করে, ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করে। শিবিরের এমন আয়োজনের জন্য আমরা কৃতজ্ঞ।

ইতিহাস বিভাগের আরেক শিক্ষার্থী আহমেদ সানি বলেন, শিবিরের এমন উদ্যোগ আমাদের চোখ খুলে দিয়েছে। এই সফর শুধু ইতিহাস শেখায়নি, বরং আমাদের ঐতিহ্যের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করেছে। প্রতি বছর এমন সফরের আয়োজন করলে শিক্ষার্থীরা আরো বেশি উপকৃত হবে বলেও জানান তিনি।

আয়োজনের বিষয়ে রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আদর্শিকভাবে আমাদেরকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দীর্ঘদিন আমাদের কার্যক্রমকে খোলা ময়দানে পরিচালনার সুযোগ দেয়নি। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমানে আমরা একটি স্বাধীন বাংলাদেশ লাভ করেছি। সমস্ত বাধা উপেক্ষা করে গত ৫ আগস্ট থেকে আমরা আমাদের কার্যক্রম পুনরায় উন্মুক্ত পরিবেশে পরিচালনা করে আসছি।

শিক্ষা সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য হলো, আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সম্পর্ক উন্নত করা এবং তাদের একটি আদর্শিক, দেশপ্রেমিক ও সেবামূলক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা। আমরা চাই, এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানার্জনের পরিধি বৃদ্ধি করবে, ঐতিহাসিক ও সামাজিক বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করবে এবং নৈতিক শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সমাজ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি নেতৃত্বগুণ ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নত করার লক্ষ্যে কাজ করছি। এটি কেবল একটি সফর নয়, বরং একটি আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার একটি প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের কাছে দোয়া চাই, যেন আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং সফল করেন।

এর আগে গত ৮ নভেম্বর এক হাজারের অধিক নবীন শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠান করেছিল রাবি শাখা ছাত্র শিবির।

আরবি/ এইচএম

Link copied!