রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবন ১২ ঘন্টা তালাবদ্ধ থাকার পর অবশেষে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১০টায় জরুরি এক সংবাদ সম্মেলনে এই কথা জানান উপাচার্য সালেহ হাসান নকীব।
এর আগে দুই উপ-উপাচার্য, জনসংযোগ প্রশাসকসহ শতাধিক কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ভবনে অবরুদ্ধ ছিলেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আমি এসব আন্দোলনের অনেক আগে থেকে পোষ্য কোটা নিয়ে কথা বলেছি। তবে আমি যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করি তখন একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে চেয়েছি, কারণ আমি নিয়ম-কানুনকে শ্রদ্ধা করি। বিশ্ববিদ্যালয় যেহেতু একটি বৃহৎ পরিবার, তাই আমাকে সবার কথাই ভাবতে হয়েছে। এর মাঝে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ভর্তি উপ-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১ শতাংশ রেখেছিলাম তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের জন্য। তবে শিক্ষার্থীরা এটি গ্রহণ করেনি।
এসময় তিনি আরও বলেন, আমি ১ শতাংশ পোষ্য কোটার পক্ষপাতী নই। প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বিলুপ্তি এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার তার জন্য আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আমি যতদিন আছি এই কোটা আর ফিরবে না। এটার জন্য আমি এক বিন্দুও কালক্ষেপণ করব না।
এদিন সকাল ১০টায় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে রাত ১০টায় রাবি উপাচার্য সালেহ হাসান নকীব আন্দোলরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করতে প্রশাসনিক ভবনে আসেন। এসময় তিনি সংবাদ সম্মেলনে কোটা বাতিলের ঘোষণা দিলে উত্তেজনা স্তিমিত হয় এবং আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের অবস্থান ত্যাগ করেন।
তবে পোষ্য কোটা পূর্বের ন্যায় ৫ শতাংশে পূনর্বহাল না করলে আগামী ৮ জানুয়ারি কর্মবিরতিতে যাওয়ার ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি।
আপনার মতামত লিখুন :