জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম কর্তৃক আয়োজিত বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন: প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশের ভবিষ্যৎ সুগম করা শীর্ষক সেমিনারে শিক্ষাক্ষেত্রে বাজেটের পাঁচ শতাংশ বরাদ্দের দাবি জানান ড. মির্জা গালিব।
বুধবার (১৮ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সেমিনার আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনারে সভাপতির দায়িত্ব পালন করেছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন।
সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে মির্জা গালিব বলেন, বর্তমানে প্রযুক্তির কল্যণে পৃথিবী দশ বছরে যতটুকু উন্নত হচ্ছে অতিতে সেই উন্নয়ন করতে ৫০ বছর লাগতো। প্রতিযোগীতা মূলক বিশ্বে এগিয়ে থাকতে বিভিন্ন আধুনিক প্রযুক্তিতে দক্ষ হতে হবে।
তিনি আরো বলেন, আমাদের বাংলাদেশের একটা বড় অংশই তরুণ। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে প্রতিযোগীতামূলক বিশ্বে নিজেদের অবস্থান সংহত করতে হবে। শিক্ষা ও গবেষণায় আমাদের বরাদ্দ বাড়াতে হবে।
এতে আরও বক্তব্য প্রদান করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. রইস উদ্দিন। তিনি বলেন, অতীতে রাজনৈতিক কারণে অনেক বৈষম্য হয়েছে, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ বিলাল হোসেন বলেন, আজকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমরা এ ধরণের সভা-সমাবেশ আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দিব।
আপনার মতামত লিখুন :