ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

জাবিতে জুলাই আন্দোলনে দুই মাস পূর্তিতে স্মরণ সভা

জাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ১১:৫৫ পিএম

জাবিতে জুলাই আন্দোলনে দুই মাস পূর্তিতে স্মরণ সভা

ছবি: সংগৃহীত

জাবি: চব্বিশের গণ অভ্যুত্থানের দুই মাস পূর্তি উপলক্ষে আহত ও শহীদদের পরিবারকে নিয়ে ’যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা’ শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় আন্দোলনে আহত শিক্ষার্থী ইতিহাস বিভাগের শাকিল হোসেন বলেন, যারা আহত নিহত হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তারা যেন অযত্নে, চিকিৎসার অভাবে মারা না যায়। তাহলে আমাদের আন্দোলনের উদ্দেশ্য ব্যর্থ হবে। 
সাভারের আহত শিক্ষার্থী হাসান বলেন, ’সকাল ১১ টার সময় আমার পায়ে গুলি লাগে। গণস্বাস্থ্যে নেওয়া হয়। সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত রক্তপাত হয়। আমার ভাইকে পিছন থেকে গুলি করে বুক ছিদ্র হয়ে বের যায়। আমার শহীদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।’

আরেক আহত শিক্ষার্থীর মা আছিয়া বেগম বলেন, ’আমি একজন গার্মেন্টস কর্মী। আমার ছেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ। আমার ছেলে আমাকে বলতো, মা তোমাকে আর গার্মেন্টেসে চাকরী করতে দিবো না। অথচ আজ আমার ছেলে গুলিবিদ্ধ। আমার ছেলের সুস্থতার জন্য সরকারের কাছে সাহায্যের অনুরোধ জানাই।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ’শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটেছে অথচ এখন কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টায় ব্যস্ত রয়েছে। যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ এই আন্দোলনকে আপনারা বৃথা যেতে দিবেন না। এই আন্দোলন যদি সফল না হয় তাহলে আহত ও শহীদের পরিবার আমাদের কখনো ক্ষমা করবে না।’

রূপালী বাংলাদেশ

Link copied!