চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন বৃথা গেল বাংলাদেশের। প্রথম সেশনে জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিলেও দ্বিতীয় সেশনে কোনো উইকেটের দেখা পাননি বোলাররা।
সোমবার (২৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২ উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি তারা। অভিজ্ঞ শন উইলিয়ামস ও নিক ওয়েলচের দুর্দান্ত জুটিতে ১৬১ রান সংগ্রহ করে বিরতিতে যায় তারা।
এর আগে দিনের শুরুতে প্রথম ১০ ওভার নির্বিঘ্নে কাটায় জিম্বাবুয়ে। তবে এরপর অভিষিক্ত তানজিম হাসান সাকিব ও স্পিনার তাইজুল ইসলাম তুলে নেন দুটি উইকেট।
ওপেনার বেনেট ও কারান দুজনই করেন ২১ রান করে। এরপর নিক ওয়েলচকে নিয়ে দেখেশুনে প্রথম সেশন পার করেন শন উইলিয়ামস। ওয়েলচ ৫৩ বলে ৩২ ও উইলিয়ামস ৩৩ বলে ৬ রান করে অপরাজিত থেকে যান মধ্যাহ্নভোজে।
প্রথম সেশনের ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৮৯ রান। দ্বিতীয় সেশন শেষে আর কোনো উইকেট না হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ১৬১, খেলা হয়েছে ৫৬ ওভার। উইলিয়ামস ১২৬ বলে ৫৫ ও ওয়েলচ ১৩০ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৮৯ রানে।