ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ নগরবাসীকে যত্রতত্র ময়লা না ফেলতে আহ্বান জানিয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুর-১১ পলাশ নগরে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান।
ডিএনসিসির ২, ৩, ৪, ও ৫ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় সাতটি প্যাকেজে মিরপুর পলাশ নগর এলাকায় মোট ১১ কিলোমিটার রাস্তা, ৩৫ কিলোমিটার নর্দমা ও ১৩ কিলোমিটার ফুটপাত নির্মাণের কাজ শুরু হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ডিএনসিসির পরিচ্ছন্ন কর্মীরা রাত থেকে সকাল ৮টা পর্যন্ত ময়লা পরিষ্কার করে। তবে আজ (রোববার) বেলা ১১টার পর মিরপুর পলাশ নগর আসার সময় দেখলাম রাস্তায় প্রচুর ময়লা। মাত্র তিন ঘণ্টায় রাস্তা ময়লায় ভরে গেছে। আমি সবার কাছে অনুরোধ করছি, যত্রতত্র ময়লা ফেলবেন না।’
তিনি আরও বলেন, ‘সিটি কর্পোরেশনের কর্মীরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উত্তর ও দক্ষিণ দুই সিটি কর্পোরেশন প্রতিদিন প্রায় ৮ লাখ টন ময়লা সংগ্রহ করছে। আপনাদের বাড়ির সামনে ময়লা ফেলে না রেখে নির্দিষ্ট স্থানে রাখুন, সিটি কর্পোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে।’
এছাড়া, ছাদ বাগানের জন্য নগরবাসীকে উদ্বুদ্ধ করতে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মিরপুর এলাকায় একসময় প্রচুর গাছ ছিল, যার ফলে এখানে তাপমাত্রা অনেক কম ছিল। এখন, পর্যাপ্ত গাছ না থাকার কারণে মিরপুরে তাপমাত্রা বেড়ে গেছে। সবাইকে ছাদে গাছ লাগাতে, বাড়ির সামনে বা বারান্দায় টবে গাছ লাগাতে আহ্বান জানাচ্ছি।’
তীব্র গরমে পথচারীদের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, ‘ঢাকা শহরে অনেক নিম্ন আয়ের মানুষ আছে যাদের জন্য পানি কিনে খাওয়া সম্ভব নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, পথচারীদের জন্য পানি খাওয়ানোর ব্যবস্থা করুন। এ ছাড়াও, প্রাণীদের জন্যও পানি রাখার ব্যবস্থা করতে হবে।’
তিনি অবৈধ অটোরিকশা নিয়ে বলেন,‘আপনারা যদি আপনার এলাকার অবৈধ অটোরিকশার গ্যারেজের তথ্য দেন, আমরা সেগুলো বন্ধ করে দেব। বাড়ি মালিক সমিতি থেকে উদ্যোগ নিন, আপনার এলাকার অটোরিকশা প্রবেশ করতে দেবেন না।’
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এবং পলাশ নগর বাড়ি মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান।