ঢাকা সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

শাহবাগ ছেড়েছেন চাকরিপ্রত্যাশীরা, যান চলাচল শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫, ০৯:৫৭ পিএম
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে সড়ক অবরোধের আড়াই ঘণ্টা পর রাস্তা ছেড়ে দিয়েছেন সরকারি চাকরিপ্রত্যাশীরা। রোববার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে শাহবাগ ছেড়ে টিএসসির দিকে যান আন্দোলনকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন সরকারি চাকরিপ্রত্যাশীরা।

সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন শতাধিক প্রার্থীরা। পরে তারা একটি মানবপ্রাচীর তৈরি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।  এ সময় তারা ‘জুলাইয়ের অঙ্গীকার, পিএসসির সংস্কার’, ‘যদি হয় প্রশ্নফাঁস, পড়ব কেন বারো মাস’সহ নানা স্লোগান দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সেখানে উপস্থিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিন ইয়ামিন মোল্লা বলেন, ৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। যারা ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের এখন লিখিত পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে। প্রশ্নবিদ্ধ একটি পরীক্ষার পর লিখিত পরীক্ষা নেওয়া কীভাবে সম্ভব?

একই দাবিতে কয়েকজন চাকরিপ্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন। তাদের কথা উল্লেখ করে বিন ইয়ামিন মোল্লা বলেন, গত ৮০ ঘণ্টা ধরে তারা অনশন করছেন। কর্তৃপক্ষ এখানে এসে লিখিতভাবে সমাধান জানালে তারা অনশন ভাঙবেন। কিন্তু আমাদের আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে, আজ বিকেলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অনশনরতদের সঙ্গে বৈঠক করেন। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকে সন্তুষ্ট হতে পারেননি আন্দোলনকারীরা।