মেয়র হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের বিষয়ে বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেন বলেছেন, ‘গ্যাজেট হয়েছে। কিন্তু এখনো পাইনি। পেলে আপনাদের জানানো হবে।’
তবে তিনি এও বলেছেন, ‘রাজধানীবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে যা যা প্রয়োজন তাই করবো।’
রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে রূপালী বাংলাদেশকে এসব কথা বলেন তিনি।
এরআগে রাত সাড়ে ১০ টার দিকে ইসির একটি সূত্র রূপালী বাংলাদেশকে ইসির গেজেট প্রকাশের বিষয়টি নিশ্চিত করে।
১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন ইশরাক হোসেন। তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকা শহরে । তিনি ঢাকার স্কলাস্টিকা স্কুল থেকে 'ও' লেভেল এবং 'এ' লেভেল সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে ভর্তি হন। সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছু সময় যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন এর ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বিএনপির নেতা ও ঢাকার মেয়র।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ইশরাক হোসেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক ফলে তিনি ২ লাখ ৩৬ হাজার ভোট পান, আর আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস ৪ লাখ ২৪ হাজার ভোট পেয়ে বিজয়ী হন।
বিএনপি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলে। পরে ২০২০ সালের ৩ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে নির্বাচনী ফল বাতিল এবং নিজেকে প্রকৃত বিজয়ী ঘোষণার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন ইশরাক হোসেন।
গত ২৭ মার্চ ওই নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আদালত ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম ওই রায় দেন।
আপনার মতামত লিখুন :