রাজধানীর শান্তিনগর ফ্লাইওভারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী (প্রায় ২৭ বছর বয়সী) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান জানান, “খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারের উপর থেকে রক্তাক্ত অবস্থায় এক নারীকে উদ্ধার করি। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকেই ওই নারী রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
এসআই নূর খান আরও জানান, নিহত নারীর নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :