এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা অতিক্রম করলেই মামলা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:১৭ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা অতিক্রম করলেই মামলা

ফাইল ছবি

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা (স্পিড লিমিট) অতিক্রম করলে পুলিশ মামলা দেবে—এমন ঘোষণা দিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেন্যান্স) কোম্পানি লিমিটেড। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এ বিষয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপ্রেসওয়ের ভিডিও ক্যামেরাগুলোর মাধ্যমে গতির সীমা অতিক্রমের তথ্য পাওয়া যাবে এবং এ তথ্যের ভিত্তিতে পুলিশ অতিক্রমকারী গাড়ির বিরুদ্ধে মামলা দেবে। যদি কোন গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করে, তবে ওই গাড়িটি ভবিষ্যতে এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ হয়ে যাবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে বেশ কয়েকটি সমস্যা সৃষ্টির কথা উল্লেখ করা হয়, যেমন—ওভারহিট গাড়ি, পাংচার টায়ার, ইঞ্জিনের সমস্যা, জ্বালানি ফুরিয়ে যাওয়া, দুর্ঘটনা ইত্যাদি। বর্তমানে এক্সপ্রেসওয়ে চলাচলে নিরাপত্তা সুরক্ষায় আরও কার্যকর ব্যবস্থা নিতে চেষ্টা করা হচ্ছে।

এছাড়া, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা এবং উদ্ধারের বেশ কিছু ভিডিও সম্মেলনে প্রদর্শিত হয়।

আরবি/এফআই

Link copied!