রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ৫টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা ও রেলওয়ে পুলিশ গ্রেনেডগুলো উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন।
তিনি বলেন, তেজগাঁও রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে পাঁচটি সাউন্ড গ্রেনেড পড়েছিল। পরে সেখানকার কর্তৃপক্ষ পুলিশকে ফোন দেয়। খবরটি পেয়ে ঘটনাস্থলে ডিবি, রেলওয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে।
আপনার মতামত লিখুন :