মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

রাজধানীতে পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৮:১৯ এএম

রাজধানীতে পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে  কবি, দার্শনিক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা অর্থনীতিবিদ ফরিদা আখতারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার পর এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত)।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) গণমাধ্যমকে বলেন, আমরা পেট্রোল বোমা পেয়েছি। সেগুলো ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রয়েছে। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি মূলত ক্যাটারিং সার্ভিসের প্রতিষ্ঠান।

 

আরবি/এসবি

Link copied!