ঢাকা: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহারকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন মোখলেছুর রহমান (৫৬) নামে এক স্বামী। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে পল্লবীর সাগুফতা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মোখলেছুর-শামসুন্নাহার পল্লবীর সাগুফতা এমএন হাউজিংয়ের বি ব্লকের একটি ভাড়া বাসার ৬ তলায় থাকতেন। মোখলেছুরের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টুংগীবাড়ি থানার মারিবালয় গ্রামে।
স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে মোখলেছুর জানান, পারিবারিক কলহের কারণে তিনি তার স্ত্রীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আর হত্যার পর থানায় এসে নিজেই আত্মসমর্পণ করেন।