ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪
ধানমন্ডিতে গ্যাস থেকে বিস্ফোরণ

মা-বাবার পর না ফেরার দেশে শিশু বায়েজিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ১১:১০ এএম

মা-বাবার পর না ফেরার দেশে শিশু বায়েজিদ

ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনায় বাবা-মাসহ শিশু দগ্ধ হয়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসাধীন মারা যায় শিশু।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, ধানমন্ডি শুক্রাবাদ এলাকা থেকে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে বায়েজিদ নামে এক শিশু আইসিইউতে মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে মঙ্গলবার শিশুটির বাবা টোটন এবং বুধবার মা নিপাও আইসিইউতে থাকাকালীন মারা যান।

আরবি/জেআই

Link copied!