ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

উত্তরখানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ড. মঈন খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৯:৩৬ পিএম

উত্তরখানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ড. মঈন খান

ছবি : রূপালী বাংলাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরখান মৈনারটেক এলাকার মতি লাল বাবু মন্দির শিব দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, যারা হিন্দু-মুসলমান সম্প্রীতি নষ্ট করবে তারা বাংলাদেশের বন্ধু নয়। যে দেশে হিন্দু মুসলমান শত শত বছর ধরে শান্তিতে বসবাস করে আসছে সেখানকার পূজামণ্ডপে ধর্মীয় সংঘাত হতে পারে না।

দূর্গাপূজা উপলক্ষে উত্তরখানে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন আহমেদ।

এছাড়াও ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জাহাঙ্গীর ব্যাপারী, মুকুল সরকারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় ড. মঈন খান বলেন, বিগত ১৫ বছরে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান ও তাদের বাড়ীঘরে যে সব আক্রমণ হয়েছে সবই ছিলো তৎকালীন সরকারের নাটক। এ ছাড়াও তিনি বলেন, যারা সত্যিকার অর্থে ধর্মকে বিশ্বাস করে মানুষ হিসেবে তারা একে অপরের ক্ষতি করতে পারে না।

এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন সংখ্যালঘু এই ধারণায় আমরা বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশি। দলমত নির্বিশেষে আমরা সবাই এ দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রত্যেকটি ধর্মে বলা হয়েছে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

তিনি বলেন, মানব সেবা ও ভালো কাজের মধ্যদিয়ে আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে পারি। যেখানে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে।

আরবি/ এইচএম

Link copied!