ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৪:০১ পিএম

সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

ঢাকা: সাভারে নির্মাণাধীন একটি সেফটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-সাভারের হেমায়েতপুরের ঝাউচড়ের দক্ষিণ মেইটকা গ্রামের রাজমিস্ত্রী আনিসুল হক (৪০) ও সাদিকুল ইসলাম (৩৯)।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভিতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোন সাড়া না পেয়ে তাকে খুঁজতে অপর শ্রমিকও। এরপর দুজনেরই কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সেফটিক ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া সত্যতা নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংক থেকে মৃত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরবি/এস

Link copied!