রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় মো. রায়হান সরকার (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এখনো পলাতক রয়েছে চালক।
শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কুড়িল বিশ্বরোড কুড়াতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রায়হান রাজশাহী গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. আব্দুস সোবাহানের ছেলে। বর্তমানে খিলক্ষেত কুঁড়াতলি এলাকায় স্ত্রী বিথী আক্তার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক এসআই মো. আব্দুল আজিজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে ডিউটিরত অবস্থায় বিশ্বরোড কুড়াতুলি এলাকায় গাড়ি থেকে নেমে গাড়িটার পিছন দিকে যাচ্ছিল তখন কনস্টেবলরা গাড়ি থেকে নামছে সে সময় পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে তাদের গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন রায়হান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, এ ঘটনায় ট্রাক জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।
পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :