ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

পল্লবীতে চাঁদা না পেয়ে গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৮:৩৭ পিএম

পল্লবীতে চাঁদা না পেয়ে গুলি

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর পল্লবীতে চাঁদা না পেয়ে লাবলু নামে এক নাইট গার্ডকে গুলি করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় পল্লবীর ১২ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন সিরামিক রোডের ময়লা পট্টিতে এ ঘটনা ঘটে।

এতে লাবলুর ভাই রাসেল রাজধানীর পল্লবী থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন-ব্লেড বাবু, পকা, ডাকাত সামি, নাইক্কা অনিক।

অভিযোগে বলা হয়েছে, পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডে ৪০ টি বাস (রাজধানী পরিবহন, মিরপুর সুপার লিংক, স্বাধীন পরিবহন প্রতিদিন রাতে পার্কিং করে রাখা হয়। রাস্তায় পার্কিং বাবদ প্রতি বাস থেকে ১০০/১৫০ টাকা চাঁদা আদায় করা হয়। এতে প্রতিদিন ৫/৬ হাজার টাকা চাঁদা ওঠে। ওই টাকার কিছু অংশ নাইট গার্ড লাবলু দৈনিক বেতন হিসেবে নেন আর অবশিষ্ট টাকা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভাগ করে নেন। গত কয়েকদিন ধরে নাইট গার্ড লাভলুর কাছে বাস পার্কিংয়ের উত্তোলিত টাকার ভাগ চান অভিযুক্তরা। লাবলু টাকা দিতে রাজি না হওয়ায় তাকে গুলি চালালে তার বাম পায়ে গুলি লাগে।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে।
 

আরবি/জেডআর

Link copied!