রাজধানীর এলাকায় গাড়িতে বসে মদ পান আর বহনের অভিযোগে এক নারীকে আটক এবং তাকে বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ ও ক্ষিলখেত থানা পুলিশের যৌথ অভিযান তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই নারীর গাড়িতে চালক ছাড়াও আরও দুইজন ছিলেন। তবে কৌশলে ঘটনাস্থল থেকে সরে পড়েন তারা। পরে গাড়িতে অভিযান চালিয়ে ২ ক্যান বিদেশি বিয়ার, একটি কাচের বোতলে ২০০ গ্রাম বিদেশি মদ, মদ পানের স্বচ্ছ গ্লাস ও মাদক বহনকারী প্রাইভেট কারটি জব্দ করা হয়।
প্রসঙ্গত, যৌথ অভিযানে ৯২ টি মামলায় মোট ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, জব্দ করা হয়েছে ৬টি গাড়ী। বেশিরভাগ ক্ষেত্রে, চালক ও গাড়ীর লাইসেন্স, গাড়ির ফিটনেস এবং চালকের হেলমেট না থাকায় মামলা করা হয়।
আপনার মতামত লিখুন :