ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বৈদেশিক জাল মুদ্রাসহ উত্তরা থেকে চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৬:৫৪ পিএম

বৈদেশিক জাল মুদ্রাসহ উত্তরা থেকে চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি : রূপালী বাংলাদেশ

বৈদেশিক জাল মুদ্রাসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শনিবার (৯ নভেম্বর) উত্তরা তিন নাম্বার সেক্টরস্থ সাত নাম্বার রোডের লতিফ এম্পোরিয়াম মার্কেটের নোভা মানি এক্সচেঞ্জ লিঃ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আবু তালেব মন্ডলের ছেলে মো. নাছির উদ্দিন মন্ডল (৩৬), মুনছের আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৩), শাহজাহার আলীর ছেলে মো. ইব্রাহীম আলী (২৫)।

পরবর্তীতে উত্তরা থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে ২৫ এর এ এর বি স্পেশাল পাওয়ার অ্যাক্ট এর ধারা অনুসারে একটি মামলা গ্রহণ করে।

উত্তরা পশ্চিম থানার (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদেশিক জাল মুদ্রাসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরবি/ এইচএম

Link copied!