ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মমতাজ গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৭:১১ পিএম

আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মমতাজ গ্রেপ্তার

ছবি : রূপালী বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘রাষ্ট্রদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ড. মমতাজ উদ্দিন আহমেদকে (মেহেদী) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১০ নম্বর (নিজ) বাসা থেকে তাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রাজনৈতিক, পেশাগত ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পান।

জানা যায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ‘রাষ্ট্রদ্রোহী’ মনোভাব পাওয়া যাচ্ছে অভিযোগ করে তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমদ। নোটিশের জবাব না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা মোতাবেক রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে ২০১৬ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ জানুয়ারি এ অনুমোদনের চিঠি হাতে পেয়ে ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে মামলা করেন আওয়ামীপন্থী এই আইনজীবী।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরবি/ এইচএম

Link copied!