ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় একদল উচ্ছৃঙ্খল আন্দোলনকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করে। যাতে ট্রেনের ৩৮টি গ্লাস ভেঙে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান রেলওয়ে কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, মহাখালী লেভেল ক্রসিং গেটে আন্দোলকারীরদের পাথর নিক্ষেপের ঘটনায় উপকূল এক্সপ্রেস ট্রেনের দরজা-জানালা মিলিয়ে মোট ৩৮টি গ্লাস ভেঙে গেছে। এগুলোর বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা।
ট্রেনে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলার বিষয়ে তিনি বলেন, ‘এখনো মামলা হয়নি। সন্ধ্যায় পুলিশ-আরএনবি রেল প্রশাসনের সঙ্গে আলোচনা করে রেলসম্পদের ক্ষতি ও যাত্রীদের আহত করা সংক্রান্ত ঘটনায় মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।’
উল্লেখ্য, এদিন বেলা ১১টার দিকে সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের সড়কেই যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিলটি আমতলী মোড় হয়ে মহাখালী রেলক্রসিং এলাকায় চলে আসে। বেলা পৌনে ১২টার দিকে নোয়াখালী থেকে ঢাকার দিকে আসা আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস ট্রেনটি তারা আটকে দেওয়ার চেষ্টা করেন।
আপনার মতামত লিখুন :