ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

অটোরিকশা চালকদের তাণ্ডবে ফের স্থবির রাজধানী

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ১১:০০ এএম

অটোরিকশা চালকদের তাণ্ডবে ফের স্থবির রাজধানী

ছবি: সংগৃহীত

রাজধানী বিভিন্ন সড়কে অবরোধ করে আন্দোলন করছে অটোরিকশা চালকরা। ফলে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাবাসী।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় সড়ক বন্ধ করে দেয় অটোরিকশা চালকরা।

জানা যায়, মহাখালী এলাকার রেল ক্রসিংয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। তাদের এই আন্দোলনের কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বনানীর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, সকাল থেকে ব্যাটারিচালিত রিকশার চালকরা মহাখালী এলাকায় অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা রেলক্রসিংসহ বিভিন্ন রাস্তায় অবরোধ করেছেন। ঘটনাস্থলে আমরা আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

অন্যদিকে কল্যাণপুর, আগারগাঁও, পল্লবী এলাকার সড়কেও আন্দোলন করছেন অটোরিকশা চালকরা। তারা সবাই মিরপুর-১০ নম্বরে জড়ো হবেন বলে জানা গেছে।

এ বিষয়ে ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রাজধানীর আগারগাঁও, কল্যাণপুর ও পল্লবীতে রাস্তায় নেমে আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। আমরা জানতে পেরেছি সেখান থেকে তারা মিরপুর-১০ নম্বরে একত্রিত হয়ে আন্দোলন করবে।

আরবি/জেআই

Link copied!