ওয়ার্ড ভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে অঞ্চল অনুযায়ী ৩টি কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি এই কমিটি বর্জ্য ব্যবস্থাপনা কাজের মান উন্নয়ন, পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষা গ্রহণ সহ সার্বিক বিষয় মনিটরিং করবে এই কমিটি।
শুক্রবার (২২ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন।
তিনি বলেন, এই কমিটিকে সাপ্তাহিক প্রতিবেদন দাখিল করবেন যেখানে সার্বিক বিষয়গুলো উল্লেখ করতে নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।
জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ১,৬,৭ ও ৮ মিলিয়ে ৩ সদস্য একটি কমিটি গঠন করা হয়েছে। একইভাবে ডিএনসিসির ২, ৪ ৫ নম্বর অঞ্চল মিলিয়ে ৩ জনের কমিটি এবং অঞ্চল ৩,৯ এবং ১০ মিলিয়ে আরও তিন জনের একটি কমিটি গঠন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :