জুলাই-আগস্ট গণআন্দোলনের বিপ্লবীদের স্মরণে রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা মাঠে জেয়াফতের ডাক দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) এটি অনুষ্ঠিত হবে।
গত সোমবার (৯ ডিসেম্বর) থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েটি পোস্ট করে তিনি এ সামাজিক জেয়াফতের ডাক দেন।
এক বিভিও বার্তায় (ইউটিউব) পিনাকী ভট্টাচার্য বলেন, জুলাই-আগস্ট বিপ্লবীদের স্মরণে যাত্রাবাড়ী সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ি আমাদের জুলাই আন্দোলনের প্রতিরোধ জ্বালিয়ে রেখেছিল, তারা আন্দোলনে কখনও পরাজিত হয় নাই। আমরা এই জেয়াফতের মাধ্যমে তাদের সাথে যুক্ত হতে চাই। একইসাথে, সম্ভব হলে জুলাই বিপ্লবে আহত এবং শহীদ পরিবারকে আমরা সাহায্যে করবো।
জেয়াফতের জন্য ইতোমধ্যে ১০টি গরুর ব্যবস্থা হয়েছে উল্লেখ করে ভিডিওতে তিনি বলেন হিন্দু ভাইদের জন্য ছাগলের ব্যবস্থা থাকবে যা আলাদাভাবে রান্না হবে। এছাড়া, বিপ্লবের কাওয়ালি ও সংগীত হবে বলেও বলেন তিনি।
পিনাকী ভট্টাচার্য একটি ফেসবুক পোস্টে লেখেন, `রাতের মধ্যেই দশ গরু ম্যানেজ হইছে। আলহামদুলিল্লাহ। তো যাত্রাবাড়ীর মাদ্রাসার ক্ষুদ্র ভ্রাতারা কইতেছে দাদা দশটা গরু আমরাই সাটায়ে দিবো অন্যগেরে খিলাবেন কী? আসেন আরো পাচটা গরু জোগাড় করি।`
`যাত্রাবাড়ী জিয়াফতে হিন্দু ভাইদের জন্য খাসি থাকবে। আলাদা পাত্রে হিন্দু বাবুর্চি দিয়া রান্না হবে।`
এর আগ প্রথম আলোকে ‘ভারতবিরোধী’ আখ্যা দিয়ে কাওরান বাজারে পত্রিকাটির প্রধান কার্যালয়ের সামনে জিয়াফাত কর্মসূচী পালন করেন ‘বাংলাদেশের জনগণ’ নামের একটি সংগঠন।
আপনার মতামত লিখুন :