রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। বুধবার (১৮ ডিসেম্বর) পল্লবী থানার কালশী মোড়ের বাউনিয়াবাধের ব্লক-সি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মো. চান মিয়ার ছেলে মো. আবুল বাশার (৩৮), একই উপজেলার মো. আবুল বাশারের স্ত্রী পপি আক্তার (২৫) ও জয় ঢালীর স্ত্রী তানিয়া আক্তার (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পরিদর্শক (মিরপুর সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম খানের নেতৃত্বে পল্লবী থানার কালশী মোড়ের বাউনিয়াবাধের ব্লক-সি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। এসময় তাদের বহনকৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কসবা উপজেলার সীমান্তবর্তী ভারতের মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা সংগ্রহ করেন। পরবর্তীতে সংগ্রহীত গাঁজা ঢাকাসহ পাশ্ববর্তী এলাকা সরবরাহ করেন। পরে তাদের বিরুদ্ধে পল্লবী থাকায় মামলা দায়েক করা হয়।
আপনার মতামত লিখুন :