ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
জিম্মি উদ্ধার

কেরানীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৩ ডাকাতের আত্মসমর্পণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৬:১৪ পিএম

কেরানীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৩ ডাকাতের আত্মসমর্পণ

ছবি, সংগৃহীত

ঢাকা: ডাকাত দলের জিম্মি করা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় অভিযান চালিয়েছে র‌্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সম্মিলিত টিম। এসময় অস্ত্রধারী ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। একইসাথে, জিম্মি ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের অক্ষত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

এদিকে, বেলা দেড়টার দিকে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে রাখে তারা। খবর পেয়ে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ব্যাংকটি ঘেরাও করে রাখে।

ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল বলেন, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান ও ১৫ লাখ টাকা দাবি করে।

এরআগে, ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হচ্ছে জানান যৌথবাহিনী।

আরবি/এস

Link copied!