ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
৯৫-৯৭ ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ

নোয়াখালী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী চ্যালেঞ্জার্স

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৭:২৯ পিএম

নোয়াখালী কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী চ্যালেঞ্জার্স

ছবি: সংগৃহীত

নোয়াখালী কিংসকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন রাজশাহী চ্যালেঞ্জার্স সম্প্রতি রাজধানীর মুহাম্মাদপুরে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ (এফপিএল) সিজন-৪ এর ফাইনাল। এফপিএল সিজন-৪ এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী চ্যালেঞ্জার্স বনাম নোয়াখালী কিংস। নোয়াখালী কিংসকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয় রাজশাহী চ্যালেঞ্জার্স। নোয়াখালী কিংস রান করেছিল ১২৬/৩ আর রাজশাহী চ্যালেঞ্জাস রান করেছিল ১২৯/২। রাজশাহী চ্যালেঞ্জাস ৮ উইকেটে জয় লাভ করেন। এই টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করেন।

দলগুলো হলো: বয়েস অব টিম শরিয়তপুর, চাটগাঁর নওজোয়ান, কক্সাস রকার্স, কুমিল্লা এক্সট্রিমস, ঢাকা ইউনাইটেড, গাজীপুর গ্যাংস্টারস, যশোরিয়ান ৯৫-৯৭, মুন্সিগঞ্জ ওয়ারিয়র্স, নোয়াখালী কিংস, রাজশাহী চ্যালেঞ্জার্স, সিলেট ডিনামাইটস এবং ইউনাইটেড নারায়ণগঞ্জ।

ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ (এফপিএল) সিজন-৪ ফাইনালে খেলার মাঠে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এ সময় রাজশাহী চ্যালেঞ্জার্সকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি। এই টুর্নামেন্টটি আয়োজন করেন ৯৫-৯৭ ফ্রেন্ডস স্পোর্টস ক্লাব।

উল্লেখ্য, আগামী বছর ফ্রেন্ডস প্রিমিয়ার লীগ (এফপিএল) সিজন-৫ আয়োজন হবে কুমিল্লাতে। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!