সড়ক এবং ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, নির্মাণাধীন ভবনের মালামাল এবং অন্যান্য স্থাপনা উচ্ছেদে অভিযান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসি আওতাধীন এলাকার ১০টি অঞ্চলে একযোগে এই অভিযান পরিচালিত হয়। এতে অঞ্চলগুলোর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, গত ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি তারিখ পর্যন্ত সাত দিন নিয়মিতভাবে এই অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মোট ২০টি মামলা দায়ের করা হয় এবং ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ডিএনসিসি।
আপনার মতামত লিখুন :