রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটে হামলার ঘটনায় সানজিদুল হাসান ইমনকে নির্দোষ দাবি করেছেন তার মা বিশিষ্ট চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক গাইনী বিভাগ প্রধান ডা. সুলতানা জাহান। তিনি জানান, মামলার বাদী ওয়াহিদুল হাসান দীপু পুরষ্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। দীপু কাউকে মাল্টিপ্ল্যান মার্কেটের নির্বাচনে সভাপতির ফরম কিনতে না দিয়ে পদ ও মার্কেট দখলে রাখতে এই হামলার ঘটনা ঘটিয়েছেন, যা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখলে দেখা যাবে। তিনি ভিডিও ফুটেজ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
আজ দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে গত ১০ জানুয়ারি শুক্রবার রাতে উল্লেখিত হামলা ও মামলার বিষয়ে গণমাধ্যমকে জানাতে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডা. সুলতানা জাহান।
তিনি বলেন, পতিত সরকারের রোষানলে পড়ে তার পুত্র ইমনকে দীর্ঘদিন জেলে থাকতে হয়। গত ৫ আগষ্ট সরকার পতনের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হলে সে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশ যায়। এর পরও ওয়াহিদুল হাসান দীপু পুরষ্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই ওয়াহিদুল হাসান দীপু মাল্টিপ্ল্যান মার্কেট নিজেদের দখলে রাখতে ১০ জানুয়ারির হামলার ঘটনায় ইমনকে আসামি মামলা দায়ের করে।
ডা. সুলতানা জাহান বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর বসিলায় জোড়া খুনের ঘটনা সে নিজের হাতে ঘটিয়েছে বলে ঐ মামলার তদন্ত সূত্রে আমরা জেনেছি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলায় ১নং আসামি পুরষ্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এবং ২০০১ থেকে ২০০৬ সালের মোহাম্মদপুরের ৩১নং ওয়ার্ড (সাবেক ৪৬) বিএনপি কমিশনার রাজু হত্যার ২নং আসামী এই ওয়াহিদুল হাসান দিপু। তিনি এ হামলা ও ষড়যন্ত্রের ঘটনার তীব্র নিন্দা জানান।
আপনার মতামত লিখুন :