রাজধানীর বনানী এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে যুবলীগের সাবেক নেতা নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাছিরকে ওই এলাকার লোকজন একজন চাঁদাবাজ হিসেবে চেনেন। সে বিগত আওয়ামী লীগ সরকারের দোসর এবং যুবলীগের সক্রিয় নেতা ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বনানী থানা এলাকায় যুবদল ও ছাত্রদলের পরিচয়ে চাঁদাবাজি করত যুবলীগ নেতা নাছির। পুলিশ বেশ কিছুদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করছিলেন। তবে আত্নগোপনে থাকায় এতোদিন তাকে গ্রেপ্তার করা যায়নি। অবশেষে তাকে আইনের হাতে ধরা পড়তে হয়েছে।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার। তিনি বলেন, চাঁদাবাজির অভিযোগে নাছিরকে বনানী থানা পুলিশ গ্রপ্তার করে আদালতে পাঠিয়ে। তার নামে মামলা রয়েছে।
থানা পুলিশ জানায়, যুবলীগ নেতা নাছিরকে আজ আদালতে নিলে আদালত জামিন নামঞ্জুর করে নাছিরকে কারাগারে গ্রেরণ করেন।
বিশেষ এক অভিযান পরিচালনা করে নাছিরকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকতা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম রূপালী বাংলাদেশকে বলেন, সে বনানী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজিতে যুক্ত ছিল। তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) আরিফ হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার ৫০০ টাকা জোর করে ছিনিয়ে নেন। পরে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে বনানীর সৈনিক ক্লাব মোড়ের রেল লাইনের পাশে নিয়ে গিয়ে আটককে রেখে চাঁদা দাবি করেন। তবে পুলিশের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার হয়। পরে ওই ব্যক্তি থানায় মামলা করেন।
জানতে চাইলে মামলার বাদী ভুক্তভোগী আরিফ হোসেন রূপালী বাংলাদেশকে বলেন, যুবলীগ নেতা নাছির অস্ত্রের ভয় দেখিয়ে আমার কাছে থাকা ৫০ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। শুধু টাকা নিয়েই ক্ষান্ত হননি, আমাকে আটকে রেখে চাঁদার দাবি করে। পরে পুলিশ আমাকে নাসিরের হাত থেকে উদ্ধার করেন। আমি নাছিরের বিচার চাই।
এ বিষয়ে বনানী থানার বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান রূপালী বাংলাদেশকে জানান, বনানীতে চাঁদাবাজের কোনো জায়গা হবে না। আমরা এসব প্রতিরোধে যথেষ্ট সর্তক আছি। এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানে নির্দেশনা মেনে দায়িত্ব পালন করছি।
আপনার মতামত লিখুন :