ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

পিকআপ উল্টে বরবাদ ২৫ হাজার ডিম

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ১১:৫৯ এএম
ছবি: সংগৃহীত

মহাখালীতে পিকআপ উল্টে ২৫ হাজার ডিম নষ্ট হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া থেকে ডিম বোঝাই করে পিকআপটি মোহাম্মদপুর যাচ্ছিল। মহাখালী ফ্লাইওভার থেকে নামার সময় একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় পিকআপটি উল্টে যায় এবং ডিমগুলো ক্ষতিগ্রস্ত হয়।

পরে পুলিশের সহায়তায় র‍্যাকার দিয়ে পিকআপটি দ্রুত সড়ক থেকে সরিয়ে নেয়া হয়। ডিম ব্যবসায়ী জানিয়েছেন, এই দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।