রাজধানীর বিজয় স্মরণির চর্তুমুখী সড়কের যানজট নিরসনে ট্রাফিক বিভাগের নেওয়া পদক্ষেপে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা। তারা অভিযেগা করে বলছেন, জাহাঙ্গীর গেইট থেকে আসা সংসদ ভবন অভিমুখি সড়কটি বন্ধ রাখায় গন্তব্যে যেতে তাদের অনেকটা পথ ঘুরতে হচ্ছে। এজন্য সময় ও খরচ দুটোই বেড়েছে।
তবে ট্রফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপে সিগন্যালে আটকে থাকার সময় আগের চেয়ে অনেকটাই কমেছে।
রাজধানীর যানজট নিরসনে গতকাল শনিবার থেকে জাহাঙ্গীর গেইট থেকে আসা যানবাহনগুলো বিজয় স্মরণি গোলচক্কর হয়ে এখন আর বিজয় স্মরণি হয়ে মোহাম্মদপুর, ধানমন্ডি, মানিক মিয়া এভিনিউ ও খেজুরবাগান যেতে পারছে না। তাদের প্রধান উপদেষ্টার কার্যালয় কিংবা কারওয়ান বাজার ঘুরে যেতে হচ্ছে। যাদের কাছে এই তথ্য নেই কার্যক্রমের দ্বিতীয় দিনে দেখা গেছে তারা এই পথে যেতে পুলিশের বাধায় পড়েছেন।
এই সড়ক বন্ধ রাখায় যানজট কমবে না বলে মনে করেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, জাহাঙ্গীর গেইট হয়ে ধানমন্ডি, মোহাম্মদপুর কিংবা খেজুরবাগ যেতে এখন তাদের অনেকটা পথই ঘুরতে হবে।
তবে তেজগাঁও ডিভিশন সার্জেন্ট মো. মর্তুজা মোশাররফ বলছেন, যানজট নিরসেন ট্রাফিক বিভাগের নেওয়া এই উদ্যোগের ফল পাওয়া যাচ্ছে।
এই নিয়মের বিষয়ে সবাই অভ্যস্ত হলে চতুর্মুখী এই সড়কের সিগন্যালের সময় আরও কমে আসবে বলেও মনে করে ট্রাফিক বিভাগ।
আপনার মতামত লিখুন :