ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

সড়ক অবরোধ করলেন আন্দোলনে আহতরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিরা। এসময় আহতদের মধ্যে বেশ কয়েকজন রাস্তায় শুয়ে পড়েন এবং কোনো যানবাহন চলাচল করতে দেয় নি। এতে অফিস শুরুর সময়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তারা হাসপাতালের সামনের দুই পাশের সড়কে ব্যারিকেড দেন। এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতেও তারা একইভাবে সড়কে ব্যারিকেড দিয়েছিলেন।

আন্দোলনকারীরা বলেন, তিন মাস আগে জুলাই আন্দোলনের সময় তারা একই স্থানে সড়ক অবরোধ করেছিলেন। সে সময় আন্দোলনকারীদের দাবির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টারা আশ্বাস দিলেও সরকার তাদের কোনো দাবি পূরণ করেনি বলে অভিযোগ করেছেন তারা। তাদের দাবি ছিল আহতদের স্বীকৃতি, পুনর্বাসন, চাকরির ব্যবস্থা, সুচিকিৎসা ও ভাতা প্রদান।

তারা বলেন, তাদের তিনটি প্রধান দাবি পূরণ না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। তারা রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসনের ব্যবস্থা এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা চান।