ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:০৬ পিএম

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে জুলাই আন্দোলনে আহতরা

ছবি: সংগৃহীত

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে পুলিশের বাঁধায় পড়েছেন জুলাই আন্দোলনে আহতরা। রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন ভিআইপি সড়কের মুখে ব্যরিকেড দিয়ে আন্দোলনকারীদের বাঁধা দিয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর ভিআইপি সড়কে পৌঁছালে পুলিশের বাঁধার মুখে পড়েন তারা। এর আগে, তারা দিনভর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখে।

সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা দিকে যাত্রা করেন। সাড়ে ৭টার পর হোটেল ইন্টার কন্টিনেন্টালারের সামনে পৌঁছায় তারা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা

আরবি/এসবি

Link copied!