বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় টানা তৃতীয় দিনের মতো মঙ্গলবারও (৪ ফেব্রুয়ারি) শীর্ষে রয়েছে ঢাকা। আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ২৪৮। এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। গত রোববার ও সোমবারের সকালেও ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ছিল।
২৪৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক। ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, ২১৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পঞ্চম অবস্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসার স্কোর ২১২।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোরটি একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
১০১ থেকে ১৫০ এর মধ্যে একিউআই স্কোর হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় এবং ৩০১ বা তার বেশি একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।