ঢাকা মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকা কমিউনিটি হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৮:২৬ পিএম
রূপালী বাংলাদেশ

ঢাকা কমিউনিটি হাসপাতালে প্রতি বছরের মতো এবারও  বিশ্ব ক্যান্সার দিবস বা বিশ্ব ক্যান্সার সচেতনা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্তর থেকে ক্যানসার সচেতনা র‌্যালি বের করা হয় ।

র‌্যালিতে অংশ নেন ঢাকা কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান ও একুশের পদকপ্রাপ্ত অধ্যাপক কাজী কামরুজ্জামান। আরো অংশ নেন অধ্যাপক এম এ  মোমেন, অধ্যাপক কবিরুল ইসলাম, অনকোলজি ডা. নাজমুল আলম, হাসপাতাল পরিচালক অধ্যপক ওমর শরীফ ইবনে হাসানসহ প্রতিষ্ঠানের ডাক্তার, নার্স কর্মচারীরা।

দিবসটি উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশানাল ইউনিয়ন এগেনষ্ট ক্যান্সার (International Union Against Cancer) কে সহায়তা করে থাকে।