ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

এবার বিএসএমএমইউ থেকে সরানো হলো শেখ মুজিবের নামের সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুরনো বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার পর এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে খুলে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামের সাইনবোর্ড।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে, স্থানীয় সময় রাত ১২টার দিকে, বিশ্ববিদ্যালয়ের সি ব্লক ভবনে সাইনবোর্ডটি খুলে ফেলা হয়।

একাধিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থান থেকেও শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। এই ঘটনা ঘটার পেছনে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তার কন্যা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজের ক্ষোভের একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।

[33175]

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বর্তমান পরিস্থিতি এমন, যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন না করা ছাড়া আমাদের আর কিছু করার ছিল না।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই, তবে তাঁর কন্যা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যার মাধ্যমে দেশের পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসেছেন যে, এখন আর আমাদের কিছুই করার নেই। যদি সবাই নাম পরিবর্তনের দাবি তোলে, তাহলে হয়তো আমাদেরও সেই পথে হাঁটতে হবে।’