বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান।
রোববার (৯ ফেব্রুয়ারি)আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হবে বলেও জানান তিনি।
গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে উত্তরা এলাকায় পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মজিবুর রহমান সেই সময় উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্বে ছিলেন।
গত বছরের ২ আগস্ট তাকে বদলি করা হয় এবং শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় অভিযুক্ত শাহ আলমকে গত ৮ জানুয়ারি কুষ্টিয়ায় গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উত্তরা পূর্ব থানায় আনা হয় এবং পরদিন ঢাকার একটি আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু এর আগেই দুপুরে তিনি থানা থেকে পালিয়ে যান।
আপনার মতামত লিখুন :