নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই "চুম্বন" বইটি বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) মেলার দশম দিন বিকালে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনের প্রকাশনা সংস্থা সব্যসাচী স্টলের সামনে এই ঘটনা ঘটে। প্রকাশনা সংস্থার স্বত্তাধিকারী ভবকে আটক করে থানায় নিয়ে গেছে শাহবাগ থানা পুলিশ।
প্রকাশনাটির দায়িত্বে থাকা ভব`র স্ত্রী সানজানা রূপালী বাংলাদেশকে জানান, গত রোববার রাত থেকেই বিভিন্ন পেইজ ও অনলাইন মাধ্যমে প্রচার করা হয় সব্যসাচীর স্টলে তসলিমা নাসরিনের বই পাওয়া যাচ্ছে। এরপর পেইজ থেকে তারা আমাদেরকে নানা ধরণের হুমকি-ধমকি দিতে থাকে । বিষয়টি আমি সকালে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে জানাই। আর তসলিমা নাসরিনের বইগুলোও সরিয়ে নিই। এ বিষয়ে বাংলা একাডেমি ও মেলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের সাথেও কথা বলি। বই সরিয়ে নেওয়ার পরেও বিকালে দলবেঁধে কয়েকজন যুবক আমাদের স্টলের সামনে এসে তসলিমা নাসরিনের বই না পেয়ে অন্য লেখকদের বইগুলোও ছুঁড়ে ফেলে আমার স্টলকে তছনছ করে দেয়।
তিনি বলেন, এসময় তারা নারায়ে তাকবির বলে স্লোগান দিলে, আমার স্বামী ভব জয় বাংলা বলে স্লোগান দেয়। মেলার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ এসে ভবকে শাহবাগ থানায় নিয়ে যায়। তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলার পরেও তারা কেন আমাদের উপর হামলা করলো এবং আমাদের স্টল ভেঙে তছনছ করলো বিষয়ট আমাকে খুবই পীড়া দিচ্ছে বলে জানান তিনি।