অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB) আয়োজিত দেশের অন্যতম প্রতিযোগিতা ‘শার্পনার ২০২৫’সম্পন্ন হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২টি বিজ্ঞাপন সংস্থা অংশগ্রহণ করে, যেখানে মাইটি এজেন্সির ‘বন লি’ দলকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ী দলের সদস্য বন্ধন দাস ও ফজলে রাব্বি এবার ‘টিম ঢাকা’ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এশিয়া প্যাসিফিক অ্যাডফেস্ট ২০২৫ এর ‘ইয়াং লোটাস’ ওয়ার্কশপে । এবার Dentsu আয়োজন করছে Young Lotus Workshop 2025, যা পরিচালনা করবেন Alice Chou (Chair of APAC & Taiwan dentsu Creative Council এবং CCO, dentsu Creative & dentsuMB Taiwan) এবং Hitoshi Hamaguchi (President of APAC Practices এবং Practice President of Creative APAC)।
এই বছরের থিম “The Collision of Creativity, Creativity++”, যেখানে আগামী প্রজন্মের ক্রিয়েটিভ ব্যক্তিত্বদের নতুন চিন্তাধারা গ্রহণ, বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি উদযাপন, এবং সাহসী ও ভিন্নধর্মী ভাবনা অনুসরণ করার জন্য উৎসাহিত করা হবে।
ওয়ার্কশপের অংশগ্রহণকারীরা ADFEST 2025-এও অংশগ্রহণ করবেন, যা ২০ - ২২ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার - শনিবার) অনুষ্ঠিত হবে। যেখানে এশিয়া-প্যাসিফিক`র বিভিন্ন দেশের সেরা তরুণ ক্রিয়েটিভরা অংশ নেবেন।
‘শার্পনার ২০২৫’ প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকরাম হোসাইন শাহিন (চিফ ক্রিয়েটিভ অফিসার, পপফাইভ), সাইফুল আজম মুকুল (এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, গ্রে ঢাকা) ও তৌফিক মাহমুদ (এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর, মিডিয়াকম)।
এ বছর প্রতিযোগিতাটি AAAB`র নতুন ইসি কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে, যে বিগত বছরগুলোতে AAAB এবং ADVERTISING CLUB DHAKA যৌথভাবে আয়োজনটি করতো।
মূলত, ৩০ বছরের কম বয়সি এবং বিজ্ঞাপনের কপিরাইটিং, কনসেপ্ট বা আর্টে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এএএবি’র এই আয়োজন দেশের তরুণ ক্রিয়েটিভদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অবস্থান সুসংহত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। শার্পনার ২০২৫-এর বিজয়ীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার মাধ্যমে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আয়োজকরা আশাবাদী।