একুশে টিভির ভবনে আগুন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৮:৪২ পিএম

একুশে টিভির ভবনে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভির ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে সে বিষয়ে কিছু জানা যায়নি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার মো. শাহজাহান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে কারওয়ান বাজারের একুশে টিভি ভবনের নিচতলায় থাকা একটি কফি হাউজে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহতের খবরও আমাদের কাছে আসেনি।

আরবি/এসবি

Link copied!