ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় রাজধানীর কারওয়ান বাজারের একুশে টিভি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২২ মিনিটে ভবনটির নিচ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।
[34509]
জাহাঙ্গীর টাওয়ারে বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির কার্যালয়। ভবনটির নাম জাহাঙ্গীর টাওয়ার হলেও মানুষের কাছে সেটি ইটিভি ভবন নামে পরিচিত। এই অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।