উত্তরায় তরুণ-তরুণীকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৯:১১ এএম

উত্তরায় তরুণ-তরুণীকে কোপানোর ভিডিও ভাইরাল, আটক ২

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই তরুণ-তরুণীকে কোপানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার সাথে জড়িত দুজনকে ইতোমধ্যেই পুলিশ আটক করেছে। তারা হলেন- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উত্তরা-৭ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। আহত তরুণ-তরুণী দম্পতি বলে জানা গেছে এবং তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা একজন রামদা দিয়ে তরুণ-তরুণীকে কোপাচ্ছে, আর তারা চিৎকার করে সাহায্য চাইছে। ভিডিওতে দেখা যায়, ওই নারী জীবন বাঁচানোর জন্য হাতজোড় করে মাফ চাইছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারের সঙ্গে কথা কাটাকাটি হয়, এরপর গাড়ির ড্রাইভার এবং তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপায়। এই সময় জনতা ওই দুই ব্যক্তি আটক করে পুলিশে সোপর্দ করে। রামদা হাতে থাকা ব্যক্তি গাড়ির ড্রাইভার। গ্রেপ্তার হওয়া মোবারক শেরপুরের শ্রীবরদী থানার বাসিন্দা। তিনি টঙ্গী পূর্ব থানা এলাকায় ভাড়া থাকেন। আর রবি রায়ের বাড়ি টঙ্গী পশ্চিম থানার হাজীর মাজার এলাকায়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান নিশ্চিত করেছেন যে, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এ দুইজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। আহত দম্পতি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরবি/এফআই

Link copied!