ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

রাজধানীতে দম্পতির ওপর হামলা, পুরো চক্র গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেপরোয়া’ বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের সবাইকে শনাক্ত এবং গ্রেপ্তার করা হয়েছে।

[33455]

ডিসি রওনক জাহান বলেন, এ ঘটনায় সোমবার রাতেই মো. মোবারক হোসেন ও রবি রায় নামে দুজনকে গ্রেফতার করা হয়। এর পরের দিন মঙ্গলবার ওই দম্পতিকে সরাসরি কোপানোতে জড়িত আলফাজ নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়। গ্যাংয়ের এই সদস্যদের প্রত্যেকে মাদকাসক্ত বলেও উল্লেখ করেন তিনি। উত্তরা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন ভাসমান অপরাধ কর্মকান্ডেও জড়িত তারা।

আহত দম্পতি আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তারা শঙ্কামুক্ত। এ ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করেছেন।