ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে একটি স-মিলে লাগা আগুন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স-মিল থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়ে পড়ে। ওই জায়গায় কেমিক্যালের ড্রাম আছে, স-মিলের কাঠ আছে, গ্যারেজের সিলিন্ডার আছে। সব মিলিয়ে আগুন বেড়ে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় পরে আরও ইউনিট পাঠানো হয়। অবশেষে ৯টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও কোনো হতাহতের খবর জানা যায়নি।
আপনার মতামত লিখুন :